Wellcome to National Portal
Text size A A A
Color C C C C

সর্ব-শেষ হাল-নাগাদ: ২৫ জুন ২০২৪

ইতিহাস ও কার্যাবলি

সরকার ৫/১/১৯৯৪ তারিখে রাঙামাটিস্থ উপজাতীয় সাংস্কৃতিক ইন্সটিটিউট এর কক্সবাজার আঞ্চলিক কার্যালয়টিকে ‘কক্সবাজার সাংস্কৃতিক কেন্দ্র’ নামে সরাসরি সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়ের অধীনস্থ স্বায়ত্বশাসিত মর্যদার একটি স্বতন্ত্র কার্যালয় হিসাবে স্থাপন করেন। কক্সবাজারে বসবাসরত বিভিন্ন সম্প্রদায় ও জনগোষ্ঠীর সংস্কৃতিকে সংরক্ষণ ও উত্তোরত্তর সমৃদ্ধ করার মাধ্যমে এ জেলায় সাংস্কৃতিক কার্যাক্রম জোরদার করার লক্ষ্যেই এই কেন্দ্রটি স্থাপন করা হয়। কক্সবাজারে আগত দেশী বিদেশী পর্যটকদের নিকট কক্সবাজারের ঐতিহ্যবাহী সংস্কৃতিকে যথাযথভাবে তুলে ধরা, আঞ্চলিক নৃত্যগীতসহ পারফর্মিং আর্টের বিভিন্ন বিষয়ের উপর প্রশিক্ষণ প্রদান এবং কক্সবাজারের সাংস্কৃতিক ঐতিহ্যকে সংরক্ষণ পূর্বক জাতীয় সংস্কৃতির মূল স্রোতধারার সাথে এতদাঞ্চলের সংস্কৃতিকে সম্পৃক্ত করাই এই কেন্দ্র প্রতিষ্ঠার অন্যতম লক্ষ্য ও উদ্দেশ্য।
 
ইতোমধ্যে ২টি উন্নয়ন প্রকল্পের মাধ্যমে কক্সবাজার শহরের সমুদ্র সৈকত এলাকায় ২.০০ একর জমির উপর মনোরম পরিবেশে অত্যাধুনিক সুযোগ সুবিধা সম্বলিত একটি অডিটরিয়াম সহ সাংস্কৃতিক কমপ্লেক্স এ এই কেন্দ্র নিজস্ব কার্যক্রম চালিয়ে যাচ্ছে। ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর সাংস্কৃতিক প্রতিষ্ঠান আইন ২০১০ এর অধীনে প্রতিষ্ঠানটি পরিচালিত হচ্ছে।