গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার
সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়
কক্সবাজার সাংস্কৃতিক কেন্দ্র, কক্সবাজার।
সেবা প্রদান প্রতিশ্রুতি (সিটিজেন্স চার্টার)
১. ভিশন ও মিশন:
রুপকল্প: সংস্কৃতি সমৃদ্ধ ক্ষুদ্র নৃ-গোষ্ঠি।
অভিলক্ষ্য: ক্ষুদ্র নৃ-গোষ্ঠির কৃষ্টি, সংস্কৃতি, ইতিহাস, ঐতিহ্য, লোকশিল্প, মাতৃভাষা, বর্ণমালা, সাহিত্য, রীতিনীতি, প্রথা ইত্যাদির লালন, সংরক্ষণ এবং গবেষণার মাধ্যমে যুগোপযোগী উন্নয়ন ও উৎকর্ষ সাধন করা।
২. প্রতিশ্রুত সেবাসমূহ
২.১) নাগরিক সেবা
ক্র. নং | সেবার নাম | সেবা প্রদান পদ্ধতি |
প্রয়োজনীয় কাগজপত্র
এবং প্রাপ্তিস্থান
|
সেবার মূল্য এবং
পরিশোধ পদ্ধতি
|
সেবা প্রদানের সময়সীমা |
দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা
(নাম, পদবি, ফোন নম্বর ও ইমেইল)
|
---|---|---|---|---|---|---|
১ | অডিটোরিয়াম বরাদ্দ প্রদান |
১।প্রথমে সংশ্লিষ্ট ব্যক্তি/ প্রতিষ্ঠানের প্যাডে আবেদন প্রদান। ২।কেন্দ্রের নির্ধারিত আবেদনপত্র অনুযায়ী আবেদন করতে হবে |
কক্সবাজার সাংস্কৃতিক কেন্দ্রের ফ্রন্ট ডেক্স ও প্রশাসন শাখা |
অর্ধ দিবস নন এসি = ৬,৩২৫/- অর্ধ দিবস এসিসহ = ৯,৩২৫/-
পূর্ণ দিবস নন এসি = ৯,৭৭৫/- পূর্ণদিবস এসিসহ = ১৪,৭৭৫/- |
০৩(তিন) দিন |
জনাব মং ছেন লা পরিচালক কক্সবাজার সাংস্কৃতিক কেন্দ্র
মোবাইল: ০১৭১৪৩৭৯২২০ |
২ | কনফারেন্স হল |
১।প্রথমে সংশ্লিষ্ট ব্যক্তি/ প্রতিষ্ঠানের প্যাডে আবেদন প্রদান। ২।কেন্দ্রের নির্ধারিত আবেদনপত্র অনুযায়ী আবেদন করতে হবে |
কক্সবাজার সাংস্কৃতিক কেন্দ্রের ফ্রন্ট ডেক্স ও প্রশাসন শাখা |
অর্ধ দিবস নন এসি = ৩,৪৫০/- পূর্ণ দিবস নন এসি = ৫,৭৫০/- |
০৩(তিন) দিন |
জনাব মং ছেন লা পরিচালক কক্সবাজার সাংস্কৃতিক কেন্দ্র
মোবাইল: ০১৭১৪৩৭৯২২০
|
৩ | সংগীত ও নৃত্য প্রশিক্ষণ |
জন্ম নিবন্ধ/NID সহ আবেদন |
কক্সবাজার সাংস্কৃতিক কেন্দ্রের ফ্রন্ট ডেক্স ও প্রশাসন শাখা | বিনা মূল্যে | ০২(দুই) দিন |
জনাব মং ছেন লা পরিচালক কক্সবাজার সাংস্কৃতিক কেন্দ্র
মোবাইল: ০১৭১৪৩৭৯২২০ |
প্রকাশের তারিখ: March, 2023